১২৯ বার পড়া হয়েছে
অন্ধকার গলিপথ
কাকলি চ্যাটার্জী
31.10.2021
অন্ধকার গলিপথ
ফুটপাতে , বস্তিতে খাপছাড়া কান্নার ধ্বনি
শিশুদের আধপেটা খাবার
অপুষ্টিতে শীর্ণকায় চেহারা
নেই কোনো খেলাধুলা,
নেই কোনো খেলনা
অস্ত নিয়েছে শৈশবের বায়না ।
শৈশব থেকে কৈশোরে পা দিতেই
ছূটে চলে কাজের খোঁজে।
বিষে পূর্ণ বস্তির বাতাস
অন্ধকারে বুকফাটা চিৎকার
বাবা-মায়ের দৈনন্দিনের ঝগড়াঝাঁটি
চোখের সামনে বিবর্ণ পৃথিবী
পরিবেশের প্রতিকূলতায় তবুও তারা
না মরে বেঁচে থাকে সরীসৃপের মতো।
বিদ্যা শিক্ষা তাদের স্পর্শ করলো না
পাচনতন্ত্রের মারণ কামরে
ছূটে গেল জীবনের অন্ধকার গলিপথে ,
মাদকের ছোবলে হারিয়ে ফেলে কৈশোর কাল।
এক দু পয়সা যাও বা রোজগার করে
সন্ধ্যা হলেই ড্রাগের নেশায় তাই দেয় উড়িয়ে।
ছেলেবেলার সব স্বপ্নগুলো দিয়েছে তারা বিসর্জন
নিকোটিনের ধোঁয়ায় স্বপ্ন গুলো
একে একে জমেছে কালো মেঘের গায়ে।
চলতি পথে দেখছি ওদের , তুমি আমি সবাই
নীরব দৃষ্টিতে তাকিয়েই থাকি ওদের দিকে
অক্ষমতা গিলে খায় আমাকে।
কিছুই কি করবার নেই !
নাকি ইচ্ছে করেই ওদের জন্য ভাবি না।
কলকাতা, ভারত
১ Comment
অভিনন্দন