কষ্টরা নর্দমায়
রিতুনুর
১৪/১১/২০২২ ইং
কতো কষ্ট জীবনের দিয়েছি
নর্দমায় ঢেলে,
গোপনে দু-চোখে অশ্রু ফেলে।
আমায় দেখে সূর্য তাই হাসে
বলে ভালোবাসে।
আশায় আশায় থাকি
মেঘের সাথে দেখতে
চাঁদের মাখামাখি,
রাখতে চাই না অদেখা
কিছু দেখতে বাকি।
চিরসবুজ আবহমান বাংলার রূপ অপরূপ
দেখতে ভালোলাগে খুব।
জানি একদিন সব ছেড়ে যাবো
ভুলে যাবো কে ছিলো আপন
কেবা আমার পর,
ছেড়ে যাবো সুখের ঘর।
মন মননে প্রকৃতি তাই
বার’বার হৃদয়ে দোলা দেয়
মনটা কেঁড়ে নেয়।
যন্ত্রণা ছাড়া এই পৃথিবীর জানি সব কিছু ভুল
বনে বনে খুঁজি আমি ডুমুরফুল।
কাঁটাতারে আছে আবদ্ধ ঘাস ফড়িং
লাগছে যেন সোনার হরিণ।
শিশিরের টুপটাপ ফোঁটা সবুজ ঘাসে ঝরে
মনটা তাই আনচান আনচান করে
থাকতে চায় না ঘরে।।