২৫৮ বার পড়া হয়েছে
কষ্ট
তসলিমা হাসান
পৃথিবীতে সবারই কষ্ট আছে,
কেউ কষ্টের রঙে হাসে
কেউ কষ্টের রঙে ভাসে
কারো কষ্টের রঙ নীল
আবার কারো কষ্ট বর্ণহীন
কেউ সামান্যতেই কষ্ট পায়
কেউ হাজারো কষ্ট বুকে লুকায়
কেউ আবার পাহাড়সম দুঃখ বুকে নিয়ে
হাসি মুখে বলে আমি বেশ আছি
কেউ কাটার আঘাতে মূর্ছা যায়
কেউ আঘাতে আঘাতে রক্তাক্ত হয়েও
মুখে উফফ শব্দটি পর্যন্ত করে না
কেউ আবার অন্যের তরে নিজের
জীবন উৎসর্গ করে হাসিমুখে
কোন প্রতিদান চায় না।
তবুও কোন এক অদৃশ্য ব্যাথায় বুকটা চিনচিন করে,
কিছু একটা বলতে চায়, কিন্তু বলা হয় না
বলা যায় না আসলে শোনার মানুষ কোথায়!
_______________
তসলিমা হাসান
কানাডা, ০৩-০৮-২০২৩