২৭ এপ্রিল ‘কলের গান’ সেকাল-একাল শীর্ষক বিশেষ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান:
সম্মানিত প্রিয়জন,
নিশ্চয়ই সবাই ভালো আছেন।
আসছে ২৭ এপ্রিল, শনিবার, বিকাল ৪টায় বাংলাদেশ জাতীয় জাদুঘর আয়োজন করেছে “কলের গান একাল-সেকাল” শামিম আমিনুর রহমান স্যারের সংগ্রহকে কেন্দ্র করে।
উক্ত অনুষ্ঠানে এলিজা বিনতে এলাহী’র তৈরী একটি সাক্ষাতকার ভিত্তিক তথ্যচিত্র প্রদর্শন করা হবে। তথ্যচিত্রটির নাম ” The Historical World of Shameem Aminur Rahman “।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন –
নাহিদ ইজাহার খান, মাননীয় প্রতিমন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।
বিশেষ অতিথি
শিল্পী রফিকুন নবী
মফিদুল হক, ট্রাস্টি, মুক্তিযুদ্ধ জাদুঘর
এলিজা বিনতে এলাহী, ভ্রমণকারী ও লেখক।
আয়োজকরা সবার স্ববান্ধব উপস্থিতি কামনা করছেন।