১৬৭ বার পড়া হয়েছে
কর্মে সুন্দর
আয়িশা ওয়াহিদ
ব্যস্ততায় কাটুক সারাদিন কর্মে,
অযথাই সময় কাটানো কোন মর্মে?
জীবন হোক একক বা যৌথ,
কর্মই হোক জীবনের সকল অর্থ।
যেখানে তোমায় সারাদিন কাটবে বসে,
কিছু দিবে না জীবন তোমায় এ আলস্যে।
কর্মে কতশত মানুষ কাটায় নির্ঘুম,
তাদের ই আসবে শান্তির নিশ্চিন্ত ঘুম।
কর্ম ছাড়া নেই কারুর মুক্তি,
আলস্যেরা মেলায় তর্কে যুক্তি।
হাস্যকর হয়ে থাকে সকলের কাছে,
চিন্তা করেনা কি বলে লোক পাছে।
কর্মক্ষম থাকা ভাগ্যের ব্যাপার,
অলস বুঝবে না কর্মের প্রহার।
কর্মে মিলে শান্তি, আলস্যে ভ্রান্তি,
কর্মে হয় উদ্যম, আলস্যে অধম।