কয়লা
বা ব লু ম ও লা
জীবনের শেষ প্রান্তে এসে জেনেছি
প্রতিটা মানুষের মধ্যেই আছে
মহা মূল্যবান রত্ন
রত্নের ভান্ডার।
এক একটি রত্ন
পরশ পাথরের চেয়েও মূল্যবান
এক একটি পরশ পাথর
মানুষের দুঃখের সাক্ষী বহন করে।
যার জীবনে যতো দুঃখ
তার বুকের মধ্যে ততো
পোঁড়া কয়লার স্তুপ
আর পোঁড়া কয়লার মধ্যেই
থাকে পরশ পাথর নামক
এক মহা মূল্যবান বস্তু।
কোন কোন মানুষ তার অন্তরের
মধ্যেখানে স্তুপ স্তুপ কয়লার
মহা স্তুপ জমা করে রাখে,
সে পোঁড়া কয়লার কিছু
অংশ যদি কোন মহাসাগরে
নিক্ষেপ করা হতো, তবে
সাগরের সমস্ত নোনা জল
বাষ্প হয়ে নিমিষেই উড়ে যেতো।
জীবনে এক একটি মানুষ যে
কি পরিমান দুঃখ বহন করে!
কি বিশাল দুঃখ বহন করে
তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
ক্ষুদ্র ক্ষুদ্র ছোট-বড় দুঃখগুলো
যদি একত্র করা যেতো, তাহলে
পৃথিবীর সমস্ত পাহাড় থেকেও
অধিক হতে পারতো।
এই পরশ পাথর মানুষ গুলোই
চলে যায় একদিন পৃথিবী ছেড়ে
বিশাল বিশাল পাহাড়সম
দুঃখগুলো বুকের গহীনে নিয়ে,
তাদের পুঞ্জিভূত সঞ্চিত
মহা মূল্যবান বস্তু মানুষ
কখনো জানতেও পারে না
প্রতিটা মানুষের বুকের মধ্যেই
অন্তর্নিহিত আছে এক মহা মূল্যবান রত্ন।