৩১০ বার পড়া হয়েছে
কম কম
জগলুল হায়দার
মুক্তাগাছার মণ্ডা যেমন
ঢাকার যেমন টমটম
টাঙ্গাইলে তেমনি মিলে
টেস্টি যতো চমচম।
মিললে পড়েই বেশি খাবা?
না খোকা, খাও কম কম।
ঢাকার যেমন তেজগাঁ পোর্ট
কলকাতার অই দমদম
সিলেট বেশি বৃষটি মেলা
এক্কেবারে ঝম ঝম।

মিললে পড়েই ভিজবা বেশি?
না খোকা, ভিজ কম কম।
বেশি খাইলে ডায়াবেটিস
বেশি ভিজলে সর্দি
বকবে তখন আব্বু আম্মু
ভাইয়া এবং ছোড়দি।
১ Comment
congratulations