০১) মা
একরাশ স্নিগ্ধতা নিয়ে তুমি বিচরণ করছো আমাদের সবার জীবনে,
আজন্ম ঋণী আমরা তোমার কাছে।
তোমার পরিপাটি মন আর সৃষ্টিশীলতার কাছে হার মানি প্রতিদিন।
তোমার সব প্রচেষ্টা অব্যাহত থাকে আমাদের সবার জন্য,
সবার স্বপ্নের চারাগুলো বুনে বুনে তুমি নিজেই হয়ে গেছো
এক অনবদ্য মহীরুহ,
উপেক্ষা করে গেছো নিজের স্বপ্ন আর ইচ্ছে গুলো।
পৃথিবীর সব কাজ ছাড়িয়ে তুমি করে যাচ্ছো অমূল্য এক কাজ,
সংসার পরিচালনা,
শ্রেষ্ঠতম পদ তোমার,
তুমি মা, ঘর, সংসার, সম্পর্ক সবকিছুর পরিচালক তুমি।
অভিবাদন তোমায়,
নিরন্তর শুভকামনা তোমার জন্য।
০২) নয়নতারা
আমার বাবার কবরে ফুটেছে অনেক নয়নতারা ফুল,
গাঢ় বেগুনি রঙের মেলা যেন।
মানুষটা মিশে গেছে মাটির গভীরে, আরো গহীনে,
ফুলের সৌরভে তাকে খুঁজে পাই।
আমার বাবার কবরে ফুটেছে অনেক নয়নতারা,
আমার বাবার খুব পছন্দ ছিলো বেগুনি রঙ।
বাবার কবরে, সবুজ প্রশান্ত ঘাসের ওপর
অপার্থিব সৌন্দর্য, শান্তির ছায়া।
ওখানে ঘুমিয়ে আছেন তিনি,
পরম শান্তিতে, পৃথিবীর দুঃখ কষ্টের বাইরে।
বিধাতা নিশ্চয়ই অনেক যত্ন করে আগলে রেখেছেন
ভালো লাগা আত্মা কে,
নয়নতারার পাঁপড়িগুলো আমার বাবার নির্মল মনের সব
অপ্রকাশিত সত্য প্রকাশ করছে,
বাবার কবরে সবুজের সমারোহে
নয়নতারাগুলো একসাথে জড়ো হয়ে
এক পৃথিবী মমতার ছবি আঁকছে।