১৩২ বার পড়া হয়েছে
যেদিন আমি হারিয়ে যাবো
-সেলিনা আখতার
যেদিন আমি হারিয়ে যাবো
রইবে না আর প্রাণ ।
আদর দিয়ে ঝাড় পাখিটা
গাইবে শুধু গান।
জীবনেরই সব সাধনা
সব হারানো তান
নিমেষেতেই জুটবে এসে
বাঁশবাগানটার খান।
কত সুখের নির্জনতা
আসবে আমার ঘরে ।
এত কথার মেয়ে আমি
নিরব রইবো পরে।
চারিপাশের ফসল ভরা
বিশাল মাঠের জমি।
আমার শ্বাসে দুলবে শেষে
বুঝবে লোকে কমই।
১ Comment
লেখা হোক আজ এবং আগামীর