মায়াবতী শরৎমেঘে
সুলতানা রিজিয়া
উদলা আকাশ ফুল্ল হাওয়া রৌদ্রছায়া
দিগন্তজুড়ে কাশবাথান দোদুল দুলে,
অরুনীমা উড়ায় আঁচল উন্মাতালে
দিকবিদিক শুভ্রকেশী কাঁদন ভুলে।
নীলাকাশে উড়াছে মেঘ মায়াবতী
পরিযায়ীর প্রনয়তৃষ্ণা ডানায় ভরে
কলমিফুলের জলসাঘরে ডুব সাঁতারে
বাঁধে বাসা সঙ্গী পেলে আপন করে।।
শরৎশশী অতল গাঙে জ্যোৎস্না মেখে
জলকেলিতে ঘুঙুর বাজে আপনহারা,
পানকৌড়ি ডাহুক ডাকে জলজটলায়
নিশিপদ্মের আতরসুবাস হৃদয়কাড়া ।
শেফালিকা উষায় ছোঁয়ায় পড়ছে ঢলে
ফিরছে ভ্রমর প্রজাপতি বাগবাগিচায়,
গাইছে পাখি অতুল সুরে পুচ্ছনাচায়
বাঁধবে বাসা বৃক্ষতরুর শীতল ছায়ায়।।
বর্ষা গেলো শ্রাবণ মেঘের উড়ন্ত খেয়ায়
ছিন্নপালে মাঝির কণ্ঠে উদাস গানে,
আসবে সুদিন বাংলাভূমে ফসলিদানায়
উঠবে ভরে শূণ্যগোলা নবান্নের ধানে।
০১/০৯/২০২১
ব্রাম্পটন, অন্টারিও

৩ Comments
অশেষ কৃতজ্ঞতা ও শুভকামনা।
ভালো লেগেছে শুভ কামনা নিরন্তর
very nice response; Congratulations.