১৭২ বার পড়া হয়েছে
নিরন্তর চলা
— সুমনা নাজনীন
যা কিছু অর্জন সে তো তোমারই জন্যে
যা কিছু বিসর্জন সেটাও তোমার জন্যে।
যা ছিল ভলোলাগা-ভালোবাসা তোমার জন্য,
যা ছিল হৃদয়ে উচ্ছ্বাস-ভাবাবেগ তোমার জন্য।
যা ছিল উদ্বেগ, উৎকন্ঠা, রাতজাগা তোমারই জন্য,
যা ছিল হাজার কোটি বছর অপেক্ষা তোমারই জন্য।
যা কিছু সমৃদ্ধ করেছে আমায় তোমার জন্যে,
যা কিছু নিঃস্ব হয়ে একাকী আমি তোমার জন্যে।