১) ধূসরতার ক্যানভাস
ব্যাথাতুর মনে কান্না জমিলে
খন্ডাব তারে হেসে,
মাটির মানুষ একদিন ঠিক
মাটিতেই যাবো মিশে।
বিশ্বাস-মোহ, প্রেম-প্রীতি, দাহ
থাকে সদা যার মনে,
মোহময় ঘর বেঁধেছি নিয়ত
সেই বোকা জীবনেরই সনে!
বালির বাঁধে রোজ রোজ গড়ি
রঙ্গিণ তাসের বাড়ি,
চোখের সমুখে উড়ে যায় আজও
চেনা সে কাকের সারি।
কঙ্কালসার এ জীবন হেসে
করে যায় উপহাস,
মৃত প্রায় এই পৃথিবীর বুকে
এ কেমন উল্লাস!
২) জীবনের মায়াজালে মৃত্যু
রহস্যময় মৃত্যু,
যতবারই তোমাকে কেন্দ্র করে
কৌতুহলের বলয় রচনার প্রয়াস ব্যাক্ত করি
ততধিক বার মোহময় পৃথিবীর সুরধ্বনি
কি ভীষণ মুগ্ধতার সহিত আমাকে সম্মোহন করে!
যতটা না গতিতে তোমার কাছে যেতে চাই
তার থেকেও দ্রুততার সঙ্গে আমি
কয়েক আলোকবর্ষ দূরে চলে যাই!
তোমার প্রেমে পড়বো পড়বো করে
আরো অধিক আকৃষ্ট হয়ে যেনো
এই পৃথিবীর মায়ায় আটকে যাই।
ভালোবাসি শব্দটা বলবো ভেবে যতবারই আমি
তোমার স্রোতের টানে হাত বাড়াই
ততবারই আমি জীবনের ঢেউয়ে দূরে ভেসে চলে যাই।