নীলাম্বরী
শব্দহীন অনুভূতি, ভাষাহীন প্রেম
আর এক নির্বাক ভালোবাসা।
সে যেন নীরবে নিভৃতে কাঁদে।
উইপোকা তার দেহ মনটাকে
ধীরে ধীরে ক্ষত বিক্ষত করে।
তার নীল নীল চোখের কোণে
ভালবাসার অশ্রুবিন্দু জমে।
তার বিন্দু বিন্দু জমা অশ্রুতে
তরী বেয়ে ভেসে অজানার পথে।
সে আজ নীলাম্বরী সাজে।
নীল শাড়িতে অপরূপ লাগে।
খোপায় গুজে নীল পদ্ম ।
নীল আবীর সাড়া অঙ্গে।
অবচেতন মনে
মনের মণিকোঠায় রেখেছে সযত্নে।
নিঃশব্দ
বুকের জমিনে জমা পড়ে আছে
অক্ষত শব্দের সমাহার ।
বুকের পাঁজরেই দাফন করেছে
কাফনের হয়নি তেমন কোনো আয়োজন ।
ক্ষুদ্র ক্ষুদ্র ধূলিকণা এসে ছুটাছুটি
করে বুকের জমিনে।
হবে হয়তো কোন এক ষোড়শীর
চাপা পড়া আত্মকথন
বুকের জমিনে পাঁজরের ভাঁজে ভাঁজে ।
থাকনা চুপচাপ জমানো
বুকের জমিনেই থাক।
মনের মধ্যেও শব্দ লুকানো আছে
তুলে ধরা হয়নি কখনো ।
আদৌও হবে না হয়তো
থাকনা শব্দ গুলো গোপনেই থাক
নিঃশব্দ নির্জনে একাকি
জমিনেই পড়ে থাক ।
কোন এক পূর্ণিমা রাতে
ষোড়শীর সাথে আয়োজন করে
পুঙ্খানুপুঙ্খ রূপে হবে তার শেষ সমাধি ।
১ Comment
Congratulations