৩১০ বার পড়া হয়েছে
মানুষের জয়
সাকেরা নাছরিন
একূলে দাঁড়িয়ে অকূলের খোঁজ
কেমনে পাইবো তারে?
চলেছি তো পথ অযুত বছর
জানতে পেরেছি কি আপনারে?
হাতে হাত রেখে খুঁজেছি পথ
পেরিয়েছি শত বাধার গিরিসঙ্কট
গ্রহ থেকে খুঁজেছি গ্রহে
নক্ষত্র থেকে নক্ষত্রে
গুণিয়া গুণিয়া মহাযুগ শেষে
হিসেবের খাতা শূন্যই অবশেষে।
তবু যেটুকু পেয়েছে আপন হৃদয়
না হোক তার অতটুকু ক্ষয়
বিন্দু থেকেই মিলবে সিন্ধু,
হবেই হবে মানুষের জয়।
১ Comment
congratulations.