১৭২ বার পড়া হয়েছে
ফেরারীর কাঠগড়ায়
সাকেরা নাছরিন
বলতে পারো ওরা কারা?
প্যান্ট ছেঁড়া মাথা ন্যাড়া!
বলবো আমি? নেই কি কাম!
নাই বুঝি আমার মাথার দাম?
যাচ্ছে কোথায়?
মন যেদিক চায়
নাই তো হুশ!
ওদের কি দোষ?
বাপ মা কারা?
গডফাদার যারা
কিসের তাড়া
দিশেহারা
ফিরবে কখন?
যখন তখন
ডাকো ওদের, বলবো কথা,
নেইতো ওদের মাথা ব্যথা
কি করা যায়?
শুধু হায় হায়
ওরাতো সব ছাওয়াল পাওয়াল!
ওদের পিছে ধূর্ত শেয়াল!
হত যদি তোমার ছেলে?
একটি একটি দিতাম জেলে?
আর গডফাদার?
লুকিয়ে আঁধার,
আরে আরে! গডফাদার কারা?
জানেন না বুঝি? ওরা কাঁচাটাকায় মোড়া!
এ সমাজের বিষফোঁড়া!
আরে বোকা
সত্য ঢাকা, যায়না রাখা!
মুখোশগুলো তাড়িয়ে
সত্য রবেই দঁড়িয়ে।
১ Comment
very good job; congratulations.