১৩৭ বার পড়া হয়েছে
নদীর মতো রমণী, নাকি রমণীর মতো নদী
— সজীম শাইন
নদীর মতো বয়ে যাচ্ছে রমণীরা, সমুদ্র নীলায়
রমণীর মতো নদী, নাকি নদীর মতো রমণী?
এই তর্কের মীমাংসার দায়িত্ব নেবে
অগ্রজ কবি, কিন্তু কবিতাও চুরি হয়।
পুরুষদেরও দেখি যৌবনের প্ল্যাটফর্ম থেকে
ভাঙ্গা গলায় স্লোগান তুলে রাজপথে।
দুষ্ট রমণীরা বীজতলা ভরে জীবাণুতে
পলিমাটি যুক্ত এই বহতা নদীতে।
কবি জানে উত্তোলন রীতি পতিত পাবন।
ঘোলাটে সমাজ শোকবার্তা শোনায়
বোবা নদীর মতো নাস্তিক রমণীর গলায়।
১ Comment
অগ্রজ কবি,কিন্তু কবিতাও চুরি হয়
কন্সেপ্ট চুরি হয় তখন ভালো লাগে না