থাক সবে মিলে মিশে
শীরীন আক্তার
১৩/০৭/২১
কতোই না ঝড় বয়ে যাচ্ছে বিশ্বের ও দেশের জনগণের জীবনে,
আমরা নীরব দর্শক সকল যন্ত্রণা ভোগ করছি অম্লান বদনে।
আর দগ্ধ হচ্ছি মেধায় মগজে মননে, সব যেন অকর্মার ধাড়ি,
আমাদের কিছুই করার নেই, করোনা পেতেছে আড়ি।
আমরা আছি যারা সচেতন যোদ্ধা আমাদের হাতে হাত কড়া,
একটু এদিক ওদিক হলে শাস্তি অবধারিত নেই ছাড়া।
অদৃশ্য শক্তি হাত পা মুখ বেঁধে দিয়েছে অথচ মনটা রয়েছে খোলা,
তাকে যে কেউ বাঁধতে পারছে না তাই সে বড্ড আপন ভোলা।
আজীবন কঠোর যোদ্ধা সে মন যুদ্ধের নেশায় পাগলপারা,
যেখানেই সে মিথ্যা ও অন্যায় দেখে কষ্টে হয়ে যায় আত্মহারা।
বোবা কান্নায় কোন অতলে হারায় হৃদয়
জুড়ে রক্ত ঝরায়,
সব জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে পবিত্র করতেই শুধু চায়।
যদি সব খারাপ কাজগুলো মানুষ ছেড়ে দিয়ে ভালো হতো,
এ পৃথিবীটা অতি অল্প সময়েই ফুলের পবিত্রতায় ছেয়ে যেতো।
মানুষ সৃষ্টির শ্রেষ্ঠরূপে বিশ্বের দরবারে পেতো সম্মান,
প্রকৃতি জগতে সবাই মিলে মিশে থেকে হতো অক্ষয়, অম্লান।
গন্ধরাজ, মাইজদী, নোয়াখালী।
৩ Comments
Excellent.
কবিতাটি অসাধারন লেখনী
অনন্যসাধারণ নির্মাণে সুপ্রভ।মুগ্ধ।