অস্তিত্বে আছো মিশে
শীরীন আক্তার
০৪/০৮/২১
পূর্ণিমা রাতের মায়া ধোয়া জ্যোৎস্না তুমি
সারাক্ষণ মিশে আছো এই অস্তিত্ব জুড়ে,
তোমার জন্য মনটি কেবলই কেঁদে মরে
কে তুমি তন্দ্রাহীন রাতে হাত রাখ হাতে!
বুঝতে দাওনা অবাক বিস্ময়ে শুধু দেখি
কি দেখি, কিছুই না শুধু দিয়ে যাও ফাঁকি।
মাঝে মাঝে মনে হয় বুঝি বর হয়ে এসেছ
হাজার গোলাপের মালা পরিয়ে দেবে বলে,
আরাধ্যার গলে, হাত বাড়িয়ে যেই গিয়েছ
অমনি কঙ্কালটি পড়ে গেল তব পদতলে।
জীবনে আর হবেনা বন্ধু তার সাথে দেখা
সে যে মিশে গেছে অস্তিত্বে হয়ে রক্ত রেখা।
অনুভবে পাবে তারে নির্জন মাঠে হাঁটতে
কখনোই ভয় পাবে না আর একাকী পথে।
জীবন চলার পথে তাকে পাবে আজীবন
তুমিই তাকে একদা দিয়েছিলে খাঁটি মন।
( স্বত্ব সংরক্ষিত)
গন্ধরাজ, মাইজদী,নোয়াখালী।
২ Comments
আমি এই কিংবদন্তি লেখিকার একজন ছাত্র হিসেবে খুবই গর্বিত।
অসাধারন এই মানুষটির দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করি।
very good job; congratulations.