১১৩ বার পড়া হয়েছে
সাপ
শাহ্ নাজমুল
ফনা তোলা সাপ দেখে ভয়ের কিছু নেই,
সূর্যের স্বভাব হলো রৌদ্র বিকীরণ,
সাগরের স্বভাব হলো ফুঁসে ফুঁসে ওঠা
জলপ্রপাত এর কাজ হলো নির্ঝরনী,
সাপ ভয় পেলে স্বভাব মত ফনা তুলে ধরে।
তোমাকে ভয় দেখাবার
কোন সুচতুর অভিলাষ তার নেই।
সে প্রকৃতিকে গতি এনে দেয়,
তুমি তার কারুকাজ দেখো,
তার নিভাঁজ সুগঠিত দেহ কি অনুপম।
তোমার মত পদ-হাতধারী সে নয়
তবুও তার গতির কাছে তুমি অতিশয় তুচ্ছ।
তোমার মত অক্ষীধারী হলেও দৃষ্টিধারী নয়
অথচ তার চেয়ে নির্ভূল তুমি নও।
যখন অনাবশ্যক তাকে ঘাটাবে তুমি,
কি ভয়ানক ছোবলে বিষ উগলে দেবে
মূহুর্তে তুমি খতম, পপাত ধরণী তল।