তুমি
শাহনাজ শারমিন
যেদিন গুরুত্ব কমিয়ে দিব
মানে রেখ সেদিন দূরত্ব বেড়ে যাবে।
দূরত্ব বেড়ে যাবে,
স্মৃতিগুলো ঝাপসা হয়ে যাবে
হয়তো ঝাপসা হতে হতে মুছেই যাবে।
স্মৃতিগুলো মুছে যাবে,
আমিও হয়ে যাব চির অচেনা।
নতুন করে আবার হয়তো কিছু হবে না তবে
সবুজহীন একটা পৃথিবী হবে।
সেই পৃথিবীটা হবে আমার একার
যেখানে আর তুমি নামক শব্দটা থাকবে না।
সব অবহেলার তো একটা সীমা থাকে,
তুমি সেই সীমাটা অনেক আগেই অতিক্রম করেছ।
হয়তো বুঝতে একটু দেরি হয়েছে আমার।
সব সম্পর্ক টিকে থাকে সমঝোতায়
আমার তো সমঝোতার কমতি ছিল না।
তোমার চাওয়া ছিল আমার কাছে নয়
তাইতো কোন কালেই আমার কিছুতে তোমার যায় আসেনি।
আচ্ছা কি ছিল না আমার কাছে তুমি বলতে পারবে?
জানি বলতে পারবে না,
কারণ তুমি তো কখনো তোমার মনের
মাধুরি মিশিয়ে আমাকে দেখতেই চেষ্টা করনি।
আমি কিন্তু কোন অভিযোগ করছি না,
অভিযোগ করার অধিকার ছিল না কখনো আমার।
তুমি ভালো থেকো খুব ভালো থেকো
তোমার আলাদা পৃথিবীটা হোক আমি শূন্য।