১৩৪ বার পড়া হয়েছে
নীরব ব্যথা
–শারমীন ইয়াসমিন
কেন এতো ব্যথা অনুভূত হয়
কেন এতো কষ্ট হয়
কেন এতো ক্ষত অনুভূত হয়
ঝিমিয়ে যাওয়া কষ্টগুলো তীব্র থেকে তীব্র হয়
হারিয়ে যেতে যেতে আবার বেঁচে উঠি
চোখের জলে সবকিচ্ছু ঝাপসা হয়ে ওঠে
হাতরে বেড়াই তোমাকে, এই আমি।
আজ মনে হয় কতকিছু বলার ছিল
তোমাকে বলা হলো না
হয়তো তখন বলার সাহস ছিল না
সংকোচ ছিল, দিধা-দ্বন্দ ছিল।
আজ যখন অনুভব করলাম
তখন তুমি ধরা ছোঁয়ার অনেক বাইরে
সাদা কাপড়ের বসন ভূষণে মাটির অন্তরালে
আমা হতে, কতদূরে..
এই নীরব আমি আরও নিথর হয়ে যাই
চারিদিকে শুধু শূন্যতা আর শূন্যতা
ভাষাহীন, স্তদ্বহীন এই প্রাণ
শুধু ঘুমরে মরে তুমিহীন
বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়।