তুমি
–শারমিন আ-ছেমা সিদ্দিকী
তুমি শরতের নীল আকাশ হয়ে থাকো
আমি সাদা মেঘ হয়ে ঘুরে বেড়াব,
তুমি বর্ষার নদী হয়ে থাকো আমি ভেলা হয়ে ভাসব।
তুমি বসন্তের ঋতুরাজ হয়ে হয়ে থাকো
আমি ফুল হয়ে সুবাস ছড়াব
তুমি রাতের আকাশ হয়ে থাক আমি তারা হয়ে জ্বলব।
তোমার মনের বাগিচায় আমি রঙিন ফুল হয়ে ফুটব,
তোমার হৃদয়ের মরুভূমিকে আমি সবুজ ঘাসে পরিণত করব।
তুমি ছিলে, আছো এবং থাকবে আমার অন্তরে,
তোমায় নিয়ে বেঁধেছি হৃদয় বহুকাল ধরে।
চিরচেনা মুখটি তোমার ওগো-ললাটে দিয়েছি এঁকে,
ভালবাসায় সিক্ত করো আমায় তুমি মোর হৃদয়ে থেকে।
তুমি আকাশ, তুমি বাতাস তুমি আমার আমার পৃথিবী,
তুমি ছাড়া বেঁচে থাকা কখনো না ভাবি।
তুমি স্বর্গ তুমি নরক তুমি জীবনান্দ দাস,
তুমি আমার তৃষ্ণার্ত জীবন আমি তোমাতেই করি বাস।
১৪০ বার পড়া হয়েছে
১ Comment
অসাধারণ