আজ তোমার চিঠি পেলাম
আজ বিকেলে চিঠি এলো
হলুদ খামে
মেঘের ডানায় চেপে
বড় বড় অক্ষরে লেখা
“ভালোবাসি,খুব ভালোবাসি।”
বাইরে জলের শব্দ
মনের মধ্যে আষাঢ়
হাতে আমার হলুদ খাম
আদ্র নীল ভালোবাসায়।
শেষ বিকেলের হিমেল হাওয়া
উড়িয়ে দিলো ধূলো
বিষাদগুলো হারিয়ে গেলো
ছড়িয়ে পড়লো আলো।
চার অক্ষরের একটি শব্দ
ভাসিয়ে নিলো মন খারাপের দিন।
আষাঢ় এলো
ঝমঝমিয়ে বৃষ্টি নামলো
হলুদ খামে চিঠি এলো
অবেলায় বড় অবেলায়
মনের মধ্যে উথাল পাথাল
জেগে উঠলো কৌমুদী প্রেম!
বৃষ্টি বিলাস
আমি বৃষ্টি বিলাসী মানুষ
যেকোনো বৃষ্টিভেজা বিকেলে, গোধূলি বেলায়
দিন শেষে ক্লান্ত দেহে,
পাশ কাটিয়ে দূরে রাাখি আটপৌরে জীবন
সরিয়ে দেই মনের গহীনে চিরচেনা কালোমেঘ
উদাসীনতায় ডুবে যায় একাকী বৃষ্টি বিলাসী মন I
তপ্ত রোদে হেঁটে চলা পথিক আমি
তবু ধূসর আকাশেও আঁকি
ভালোবাসার আল্পনা
শূন্যতার প্রতিবিম্বে অতল জোছনা
সেই জোছনার প্লাবনে
ভেসে যাই দূরে কোথাও …
প্রচন্ড দাবদাহ শেষে
আজ বিকেলটা ছিল স্বচ্ছ আলোময়,
বৃষ্টিস্নাত সন্ধ্যেটা দারুণ মোহময় !
এমন বৃষ্টিস্নাত সন্ধ্যায় মন চায় হারিয়ে যাই
অজানায়, অসীম আনন্দে
তুমি আমি পাশাপাশি
চোখের আলিঙ্গনে হাসাহাসি
তারপর তোমাকে শোনাবো আমার প্রিয় কবিতা
তোমার কণ্ঠে শুনবো দুজনের প্রিয় গান I
১ Comment
Congratulations