নিশি পাখি
ম.আ.কূদ্দুস পদ্মা
নিশি পাখি! বিনিদ্র কেন তুমি?
কেনই বা বিসংগত তোমার খেদোক্তি।
কি সে ঝড়! বুকে তোমার সাইমুম-তপ্ত বালুকার
কি কষ্টের তপ্তজল গণ্ডতে বহে, অনিঃশেষ বৃষ্টি ধারার।
কারুকেই যায় না বুঝানো-দেখানো সে ক্ষত আঘাত
যে কারণে দিবারাত সে অবিরাম বরিষণ অশ্রুপাত।
সময় ধুসর হতশ্রী
মুখভার প্রকৃতিও দেখে বৈরী প্রহর নিস্তব্ধতার
ক্ষোভ সংবরনে দক্ষতা দেখিয়ে শূয়ে আছে যেন আকাশের গায়ে হেলে পরা চৈতন্যের বিশ্রুত পাহাড়।
বৈশাখের রং মাখা রমনী ধরিত্রি
আকাশ বপুর আলিঙ্গন পানে আছে যেন চাহি।
কিন্তু হায়! আষাঢ় শ্রাবনের বৃষ্টি ধোয়া আবির মেখে
ত্রস্ত ত্রাহির কষ্টগাঁথা রংয়ের শাড়ি পড়ে দাঁড়িয়ে ফল ফসল বিয়ানো আমার উর্বশী সুন্দরী-আজ ক্রন্দসী।
নিশি পাখি! বিনিদ্র কেন তুমি
কেনই বা বিসংগত তোমার খেদোক্তি
কী সে ঝড়! বুকে তোমার সাইমুম-তপ্ত বালুকার।
৩ Comments
মুগ্ধতার সাথে পড়ে গেলাম,যত পড়িলাম তত পড়িতে লাগিলাম,এই যেন অমৃত কোন কাব্যের খন্ড বিশেষ।
thanks
fantastic writing thank you this sharing ?