১৮৮ বার পড়া হয়েছে
অধিপতি
মোঃ মফিজ উদ্দিন ভূঁইয়া
সুদ খুর সমাজে অধিপতি
তাদের বেশি নাতিপতি
সমাজের চিত্র পাল্টে গেছে
তারাই এখন কোটিপতি।
সুদের নেশার কঠিন নেশায়
সমাজে আজ অসঙ্গতি।
নেশার লাঠিম ঝিম ধরেছে
শেষ বয়সের ভীমরতি।।
তাদের কাছে জিম্মি সমাজ
কামার, কুমার, জেলে তাঁতী।
জ্ঞানী, গুণী আর সম্মানিত
করছে না আজ মাতামাতি।
ভদ্র যারা ঠেকছে তারা
অভদ্ররা উঁচু রাতারাতি
আসল সোনা চকচকে নয়
নকল সোনার চকমকি।
প্রতারক আর মিথ্যাচারি
তাদের হাতেই সবার গতি
সমাজ গেছে আজ রসাতলে
দুষ্টরাই সমাজের অধিপতি।