মুহাম্মদ মাসুম বিল্লাহ মানবাধিকার শান্তি পদক-২০২১ এ ভূষিত:
গতকাল ৩১-১০-২০২১ ‘বাংলাদেশ ঐক্যবদ্ধ সাংস্কৃতিক সোসাইটি ও বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির আয়োজনে হোটেল রেডিসন মল্লিকা অডিটোরিয়ামে “জাতিসংঘ দিবস” উপলক্ষে বিশ্ব মানবতায় বাংলাদেশের অবদান” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক ধর্ম ও পানিসম্পদ মন্ত্রী: এম. নাজিম উদ্দীন আল আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাননীয় সংসদ সদস্য (মহিলা সংরক্ষিত আসন) পারভীন হক সিকদার, পীরজাদা শহিদুল হারুন: অতিরিক্ত সচিব অর্থ মন্ত্রণালয়, বাংলাদেশ মানবাধিকার কল্যাণ সোসাইটির চেয়ারম্যান কবি সেলিনা আক্তার।
এছাড়া উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাক্তার, প্রফেসর, সাংবাদিক, এডভোকেটসহ আরো অনেকে।
অনুষ্ঠানে মাসিক ভিন্নমাত্রার সম্পাদক, বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক ও আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) এর ঢাকা ডিস্ট্রিক্ট-এর সেক্রেটারি জেনারেল কবি মুহাম্মদ মাসুম বিল্লাহকে “মানবাধিকার শান্তি পদক (বর্ষসেরা ব্যক্তিত্ব) ২০২১ প্রদান করা হয়।
১ Comment
congratulations.