২০৩ বার পড়া হয়েছে
কবি, গবেষক ও ভাষাবিদ আমাদের সবার পরম শ্রদ্ধাভাজন, সমাজ পরিবর্তনে কবিতা গ্রুপের সম্মানীত উপদেষ্টা, কবি মাহমুদুল হাসান নিজামী দাদা ভাই হার্টের রোগে আক্রান্ত।
দাদা ভাইয়ের সাথে আমার বেশ কিছুদিন ফোনে কথা হয়। তখন তিনি আমাকে তার হার্টের সমস্যার কথা বলেন।
এবং গত তিনদিন আগে যখন কথা হয়।
তখন তিনি বললেন, তিনি হার্টের সার্জারী করাবেন, সেই সাথে দোয়াও চাইলেন।
আসুন আমরা প্রিয় শ্রদ্ধাভাজন জীবন্ত কিংবদন্তীর জন্য সবাই প্রাণ খুলে দোয়া করি।
মহান স্রষ্টা যেন উনাকে দ্রুত সুস্থ করে দেন এবং তিনি আবারো যেন আমাদের মাঝে ফিরে আসতে পারেন। আমীন।