খল নায়ক
ফাহমিদা কামাল লিনু
০৫.০৭.২০২১
তুমি ছলনা তুমি এক নির্দয়
তুমি নিষ্ঠুর ভাবে ভাঙ্গো হৃদয়
তুমি স্বপ্ন দেখিয়ে ভাঙ্গো মুহূর্তেই
তুমি প্রতিশ্রুতি দিয়ে তাও…
ভাঙ্গতে দেরি করো না নিজেই!
তুমি আমার ফাগুনের সুখ
তুমিই চৈত্রের তাপদাহের মতো
আমার ফাগুনে লাগাও আগুন
তুমি কালবৈশাখি তান্ডবের মতো
জীবনে বারবার ফিরে আসো!
তুমি মুখোশ ধারণকৃত মায়া
তুমি আকাশের মতো বহুরূপী
মুহূর্তেই রঙ বদলে পারদর্শী
তুমিই আমার সেই হাসি…
যে হাসির খঞ্জরে খুন হয়েছি!
তুমি ভর দুপুরের একাকীত্বতা
তুমি বিকেলের সূর্যাস্তের বিষণ্ণতা
তুমি আমার নির্ঘুম রাত জেগে থাকা
তুমি ছুঁয়ে থাকো আমার চোখের পাতা
তুমিই মধ্য রাতের নিঃসঙ্গতার দীর্ঘশ্বাস!
তুমি আমার রহস্যময় প্রিয়
তুমি বিচিত্রময় খল নায়ক
তুমি হীরকের মতো চকচকে
তা তো তোমার নকল রূপ
তুমি দংশনকারী বিষাক্ত ছোবল!
তবুও! তবুও…
তুমিই আমায় ছুঁয়ে থাকো
আমি তোমাকেই ভালোবাসি
ভীষণ ভাবে আগলে রাখি
যতনে বুকে জড়িয়ে রাখি!
হয়তো তুমিও বুঝবে একদিন
দিশেহারা হয়ে খুঁজবে আমায়
ভালোবেসে বুকে রাখবে,
সে আশায় বুক বাঁধি!
১ Comment
Best wishes.