১৫ ই আগস্ট শোকাবহ দিন
ফরিদা বেগম
15/8/2021/
বঙ্গবন্ধু ছিলেন আমার শ্বশুর ডাক্তার কে আহমেদ-এর সমসাময়িক। তার সঙ্গে বঙ্গ বন্ধুর অন্তরঙ্গতা ছিল। বঙ্গবন্ধু মাঝে মাঝে রাজনৈতিক কারণে ঝিনাইদা আসতেন। ঝিনাইদা আসলে তার বাড়িতে আসত। আমার শ্বশুরের মুখেই শুনেছি বঙ্গবন্ধুর বিশাল হৃদয়ের কথা। সেই থেকেই বঙ্গবন্ধুকে বুকে ধারণ করেছি। মনের গভীরে শ্রদ্ধা আর সম্মান এর স্থান দিয়েছি। প্রায় ৩০ বছর আগে একদিন ঢাকায় তার ধানমন্ডির ৩২নম্বর-এর বাড়িতে ছুটে গেলাম কৌতুহলী এবং গভীর ভালোবাসার টানে। যেখানে বন্ধবন্ধু এবং তার পরিবার পরিজন ঘাতকের আঘাতে শাহাদাত বরণ করেছিলেন। সঙ্গে ছিল আমার হাজব্যান্ড এবং আমার বড় ভাসুরের ছেলের বউ ঝুমুর। বাড়িতে ঢুকতেই একটা থমথমে বিষন্ন পরিবেশ। যাহোক ব্যাগ নীচে জামা রেখে সিঁড়ি বেয়ে উপরে উঠলাম। দেখলাম একপাশে রেকে অনেক জুতা সাজানো। এছাড়া বিভিন্ন রুমে বিছানা পাতা, তবে সংরক্ষণ করা, আলনায় ভাঁজ করা কাপড়। তবে একটা রুমে অনেক জিনিসের সাথে, আমার বিশেষ নজর কেড়েছে বঙ্গমাতার দেওয়া আচার, বড় একটা কাচের বৈয়ামে পুরা। খুব কষ্টে আর বেদনায় বিবর্ণ হয়ে যাচ্ছিলাম, যখন দেখলাম সব রুমের ফ্লোরে ফোঁটা ফোঁটা রক্ত কসটেপ দিয়ে আটকানো, দেওয়ালেও রক্তের দাগ।
সবচেয়ে ট্রাজেডি বুকটা হাহাকার করে উঠলো যখন দেখলাম যেখানে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছিল সেই সিঁড়িটা। সিঁড়িটা আটকানো ছিল। তবে কাচের ফাক দিয়ে দেখলাম যেখানে বঙ্গবন্ধুর রক্তাক্ত লাশ পড়ে ছিল, সিঁড়ির ঠিক মাঝখানে সিঁড়ির উপরে, দেওয়ালে অবিকল সেই ছবিটা টাঙ্গানো ছিল। দেখে কষ্টে কান্নায় ভারাক্রান্ত হৃদয়ে বারবার ফিরে গেলাম সেই দিনে যেদিন বঙ্গবন্ধুর শেষ প্রণয়ন ঘটেছিল। আৎকে উঠলাম ঘাতকদের নিষ্ঠুরতা দেখে। ১৫ ই আগস্ট একটা শোকাবহ দিন এই দিনকে ভুলি কি করে? তাই এই বিশেষ দিনটা আসলে মনের মধ্যে করুন বেহালার সুর বেজে ওঠে শ্রাবণের ধারার মতো পড়ুক ঝরে পড়ুক ঝরে। ভোরের লাল সূর্য ওঠার সাথে সাথে চারিদিক থেকে বেজে ওঠে, যদি রাত পোহালে শোনা যেত বঙ্গবন্ধু মরে নাই।
৯ Comments
বঙ্গবন্ধুর মৃত্যু নাই ।আমৃত্যু তিনি বেঁচে রইবে বাংলাদেশের গভীরে গহনে ।
দারুণ
বঙ্গবন্ধু ও তার পরিবারের সকল শহীদদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
সকল শহীদি আত্মার প্রতি।
দেশের কথা ভাবতে ভাবতে সারাটা জীবন পেলেনা কোন সুখ, 15 ই আগস্ট ঘাতক এসে ঝাঁজরা করল তোমার বুক/ সোনার বাংলার স্বপ্ন দ্রষ্টা করি তোমায় স্মরণ, তাই মুজিববর্ষে সবাই মিলে করছি তোমায় বরণ/
আমার স্মৃতি কথা প্রকাশ করার জন্য প্রকাশক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই
আমার 15 ই আগস্ট এর স্মৃতি কথা প্রকাশ করার জন্য প্রকাশক সভাপতি এবং লেখক আবুল খায়ের ভাইকে শ্রদ্ধা অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাই
বঙ্গবন্ধু তুমি জাতির মোদের জাতির পিতা চিরদিন বেঁচে রইবে অন্তরে/ তোমার ছবি রাখছি মোরা গহীন হৃদয়ের দেওয়ালে/
আজ শোকাবহ আগস্ট মাসের প্রথম দিন।