নিজেকে সীমাবদ্ধতায় রাখো
মিথ্যে এই দুনিয়ায়–
কারোর কাছে সম্পুর্নভাবে
নিজেকে উম্মুক্ত করো না,
কাউকে সম্পুর্ন ভাবে বিশ্বাস করো না,
সবার থেকে ভালোটা শেখো,
নিজের গোপন।… যা কিছু ব্যক্তিগত…
তা সম্পূর্ণ নিজের মধ্যে রেখো।
স্বেচ্ছায় ছোটবড় সবাইকে
যখন বেশি প্রাধান্য দিবে,
দেখবে, অবহেলাটা বাড়বে দিগুন।
মিথ্যে এই শহরে–
যখন তোমার গোপন সব কিছু জেনে যায়,
তখন তোমার প্রতি ঘৃণা
বাড়বে দিগুন,
নাম শুনলেই –
তোমার প্রতি বাড়বে সন্দেহ,
বুঝতেই পারবে না তুমি-
তাদের কাছে পঁচে গেছো এমন!!
নিজেকে নিয়ে করিও না অতিরঞ্জিতা,
জানো না সৃষ্টিকর্তা পছন করে না-
অতি বাড়াবাড়িতা,
তাই নিজের মধ্যে রাখো সীমাবদ্ধতা,
তাহলেই থাকবে সব কিছুর সখ্যতা!!
কোন ভাবেই সম্ভব নয়
কেউ জেগে থেকে ঘুমের
ভাব যদি দেখায়,
পারবে না কেউ ঘুম ভাঙায়,
সেতো থাকবে অভিনয়ের রাঙায়।
তেমনি কেউ হারিয়ে গেলে
হয়তো তাকে পাওয়া সম্ভব,
কিন্তু কেউ নিজের থেকে
বদলে গেলে, তাকে
আগের মতন করে
পাওয়া একেবারেই অসম্ভব।
নারী ছাড়া বাড়ি
আমরা বলি মেয়েদের
নিজস্ব কোন বাড়ি হয় না,
বাস্তবে মেয়েরা ছাড়া,
কোন বাড়ির পূর্ণতা পায় না।
প্রতিটি বাড়ি নারী
ছাড়া শূন্য হাঁড়ি।