বরিশাইল্যা মানু মোরা
ফরিদা বেগম
বরিশালের মাইয়্যা ফরিদা বেগম আমি,
ঝিনাইদহে নিয়া আইলেন মাসুদ আহমেদ স্বামী।
হেই থাইক্কা সুখে-দুঃখে এই খানে-তে আছি,
পরানডারে বাইন্ধা রাইখ্যা কষ্টে সৃষ্টি বাঁচি।
সেবার নেশায় শিক্ষা ব্রত নিলাম নিজ হাতে,
আনন্দেতে জ্ঞান বিতরণ করি দিনে রাইতে।
শশুর আমার ডাক্তার সাহেব কে. আহমদ নাম,
শাশুড়ি-মা মনোয়ারা খাতুন
নারী শিক্ষায় রেখেছিলেন অবদান।
তাদের কথায় মূল্য দিতে নিজেকেই গড়ি,
পরিবার, সমাজ, দেশের জন্য স্বপ্ন পূরণ করি।
খোদ বরিশাইল্লা মানু মোরা
বরিশাল সমিতিতে বাইন্ধিছি ডোরা।
মানুষের আপদ বিপদে আগাইয়া যাই,
একতার ঐকতানের কোন জুড়ি নাই।
আছে মোদের প্রচন্ড অঞ্চলের টান,
রাখবো মোরা দেশ ও দশের মান।
বরিশালের শিক্ষা মোগো সবার পাশে থাকি,
এক মনে এক ধ্যানে দেশকে ভালোবাসি।
১ Comment
আমার আঞ্চলিক কবিতাটি প্রকাশ করার জন্য আমি অভিভূত। ধন্যবাদ ও শুভকামনা।