১৫০ বার পড়া হয়েছে
♥আদর ছানা♥
—-রেহনুমা কবির
বয়স-৮, শ্রেণি -২য়
(পশ্চিম মরিয়ম নগর সপ্রাবি
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।)
ইঁদুর ছানা পেয়ারা নিয়ে যায়,
এই তো এলো মুড়ি খেতে ভাই।
মুরগী ছানা খেতে এলো খাবার,
শিয়াল তারে ধরল চেপে এবার।
হাঁসের ছানা পানি থেকে উঠল,
জামাকাপড় নিয়ে তারা ছুটল।
শিয়াল দেখে ভালুক দৌড়ায়,
পেছন হতে হাঁটে বাঘে খোঁড়াই।
হরিণ ছানা শিং মেরে দিল
ভালুকটা বেশ ব্যথা পেল।
ছানাদের খুব ভালোবাসি,
লক্ষী তারা শুভেচ্ছা রাশিরাশি।
৪ Comments
মামনির জন্য এত্ত গুলো আদর ও ভালোবাসা,সাহিত্যের পাতায় নামটি থাকুক উজ্জ্বলতায়
মামনির জন্য এত্ত গুলো আদর ও ভালোবাসা,সাহিত্যের পাতায় নামটি থাকুক উজ্জ্বলতায়।
শিশুদের আড্ডায়:
বিভাগে/পাতায় বড়দের সঙ্গে শিশু-কিশোররাও লিখতে পারো। নিজের লেখা ছড়া-কবিতা, ছোটগল্প, ভ্রমণকাহিনি, মজার অভিজ্ঞতা, আঁকা ছবি, সম্প্রতি পড়া কোনো বই, বিজ্ঞান, চলচ্চিত্র, পরীক্ষায় ভালো ফলাফল, খেলাধুলা ও নিজ স্কুল-কলেজের সাংস্কৃতিক খবর যতো ইচ্ছে পাঠাও। ঠিকানা khair.hrm@gmail.com সঙ্গে নিজের নাম-ঠিকানা ও ছবি দিতে ভুলো না!
অভিভাবকরাও সহযোগিতা/পাঠাতে পারেন। প্রয়োজনে: ০১৭১৫৩৬৩০৭৯।
god bless you my mom, all the best.