১২৫ বার পড়া হয়েছে
তোমার ভগ্নাংশের এক অংশ
কবি নীলা নিকি
উদ্দেশ্যবিহীন আকাংখাগুলো
এলোমেলো বাতাসে অগোছালো
চুল প্রিয়ার।
ইচ্ছে থাকলেও
যায়না ছোঁয়া
মিশ্র অনুভূতিগুলো
চাঁদের আলোয়
ভরা জোয়ার।
শীতের ঘন রাত
গভীর অনুভবে সিক্ত
কোনোদিন যায় মিশে
দাবী ভালোবাসার।
কিছু যা হয়নি বলা
যা ছিলো বলার
ভালো আর হয় না থাকা
বিশৃংখলায় আমার।