ভাঙ্গো বিভেদের বেড়াজাল
জন্ম নিলাম আমি মায়ের কোলে তীব্র শীতের ভোরে
কন্যা আমি নয়তো দামি যদিও বলে সমাজের লোকে
গোসল দিয়ে আযান ও ইকামত দিলেন বাবা আমার কানে
জানিয়ে দিলেন কন্যা নয় সন্তান এসেছে এই ভূলোকে।
আযান শুনে দৌড়ে এলেন পাশের বাড়ির এক চাচী
বললেন ও ভাই এবার তোমার ছেলে হলো নাকি?
আলহামদুলিল্লাহ এবার ও পেলাম আল্লাহর শ্রেষ্ঠ নিয়ামত
দেখি ভাই দেখি তোমার ছেলের মুখখানা একটু আমি দেখি।
ছেলে নয় গো ভাবী এবার ও এসেছে মিষ্টি একটা মেয়ে
তাহলে কেন আযান দিলে বল তো আমাকে দেবর জি?
আযান দিলাম কারণ আমরা মুসলমান এটাই ধর্মীয় বিধান
আল্লাহর নামের সাথে তাওহীদ রিসালাতের ঘোষণা পৌঁছে দিয়েছি।
জানতো ভাবী ছেলের মতন মেয়েও হলো মহান আল্লাহর অমূল্য দান
আল্লাহর আদেশ না মেনে আমরা নিজেরা না বুঝে বিভেদ টানি!
আযান ও ইকামত দেওয়া দীনের নবীজীর(সাঃ) সুন্নত
আসুন আমরা বিভেদ ভুলে দয়ার নবীজীর(সাঃ)-এর আদেশ মানি।
ব্যঞ্জন বর্ণে ব্যঞ্জনাময় কুরআন
কুরআন হলো আল্লাহর কালাম
মিষ্টি খোশবুতে ভরে মন প্রাণ
হৃদয়ের গহীনে রয়েছে থরে থরে
বেহেশতী ঘ্রাণে শোভিত হৃদবাগান!
রাঙা প্রভাত করে আলোয় ঝলমল
চন্দ্রালোকে চমৎকার সুর তোলে অন্তরে
ছবির মতন মনের দেশে মুগ্ধ আবেশ
জীবন সুখ-সমৃদ্ধিতে নিমিষেই যায় ভরে!
ঝড়-ঝঞ্ঝায় হয় যদি তোমাদের ভীষণ ক্ষতি
মিঞা ভাই যেন তবুও তুমি হবে মহাসুখী
টালবাহানা ফেলে রাখ তুমি
ঠিকানা যদি হয় আরশে আজিমের কুরসী!
ডিগদড়ি তোমার হাতেই তো রয়েছে
ঢল নামবে দেখ হেদায়েতের আলোর
আষাঢ়ের বান হবে ঠিক ম্রিয়মান
তৃণবনে বয়ে যাবে জান্নতের অমিয় নহর!
তকবীর ওঠে আল্লাহু আকবর ঐ শোন?
থরথর কাঁপছে ভক্ত হৃদয়ের মনপ্রাণ
দরুদ পড়ি কায়মনে আমরা মুসলমান
ধমনীতে ধ্বনিত হয় সদা লা-শরীক ঐক্যতান!
নামায তোমার নওয়ালা নোঙ্গর
পবিত্র কুরআন মাজীদ ঈমানী পঞ্জর
ফরমান ফরমাইয়াছেন মহান রাব্বুল আলামিন
বক্ষে ধারণ করো হে মুসলিম তাওহীদের বাণী
পরম ভক্তিতে নত করো শির হে মানুষ ও জ্বীন।
মারহাবা-মারহাবে মরমে স্পর্শে মরমী সুর
তোমার ঈমান -আমল ও শান্তির বাণী
যুলমাৎ আছে যত হৃদয়ের গভীরে হবে দূর
আয়নাতে তুমি তাকাবে যখন দেখতে আলোকিত মুখখানী!
রচনা করেনি কোন মানুষ পবিত্র আল-কুরআন
লয় হবে দুনিয়াদারী তবুও কুরআন রবে চির অক্ষত!
শরবতের সুধায় ভরিয়ে দেবে শান্তির এই মহাগ্রন্থ
সংসার সমুদ্রে সদাই করবে সওদাগরের মত শান্তির সওগাত!
হযরত মুহঃ(সাঃ) এর উপর নাযিল হয়েছিল ফুরকান
হেফাজতে রাখব আমরা এই হেমগ্রন্থ
হেমায়েল শরীফ হোক দীনদারের হৈমহার!
২ Comments
সুপ্রিয় কবির অনন্য সুন্দর কবিতা পড়ে ভাল লাগলো আর মুগ্ধতায় মন ভরে গেল।
কবিকে স্বাগত অভিবাদন ও অভিনন্দন।
দারুণ উপস্থাপন