১৪৬ বার পড়া হয়েছে
সুখের বারতা
নিপা খান
নৈঃশব্দ্যের লীলাভূমিতে পাতা ঝরার শব্দে
চকিত হরিণীর মতো চাহনিতে যে মাদকতা ধরা পড়ল,
তা ছিল নিতান্তই অপ্রকাশ্য।
তোমার হতবিহ্বল হাতছানিতে
ইচ্ছে হলো নিজেকে নিঃশেষ করে দিতে।
পারোনি তখন, গ্রহণ করোনি আমার অর্ঘ্য।
অস্তমিত সূর্যটার লাল আভার পরতে পরতে
লেখা আছে আমার যত কবিতা, সব তোমাকে নিয়ে,
তোমার অবিসংবাদিত বারতা পাওয়া আমার কাছে ছিল দুঃসাধ্য।
তবুও মনটা ছিল খুব অবাধ্য।
আমার একান্ত ধ্যান, জ্ঞান, মন সবই ছিল তোমার জন্য।
একটু স্পর্শ, একটু নিবিড়তা একটু সাহচর্য ছিল আমার দিনমান আরাধ্য।
তবুও তোমাকে চাই, তোমার
চার অক্ষরের মধ্যে লুকিয়ে আছে স্বর্ণপ্রভা
তুমিই যে আমার ভালোবাসা।
১ Comment
Congratulations