(কবি-নাট্যকার ফরিদ আহমদ দুলাল ভাইয়ের জন্মদিনে আমার নিবেদন)
শুভ্রকেশী কবি তিনি, মস্তবড় নাট্যকার
প্রবন্ধ তার এই সময়ে হয়নি বলো পাঠ্য কার?
দুই হাতে তার যাদু আছে, লেখেন ভারি চমৎকার
ভেবেচিন্তে বলছি কথা, এমন ভাষ্যে অমত কার?
সারা দেশেই চরে বেড়ান, জাতক ময়মনসিংহের
ঘাড়ে আছে শব্দ-কেশর, যেমন আছে সিংহের।
কণ্ঠে আছে সুরের খেলা, মাঝেমাঝে গান করেন
চাপলে নেশা চূণ মাখিয়ে তাম্বুল-রস পান করেন।
বয়স তো তাঁর কম হলো না, পেরোলেন আটষট্টি যে
এই বয়সেও ঢালেন পানি, ভরেন কাব্যের ঘটটি যে!
আমার মতো ভক্ততরুণ তাঁর কথা তো ভাববেই
থাকুন বেঁচে হাজার বছর, নাট্যে এবং কাব্যেই।
দুলালভাইয়ের স্নেহছায়ায়, ধন্য আমি, গর্বিত।
জন্মদিনের শ্রদ্ধা জানাই, হোক না চরণ চর্বিত।