১৭৩ বার পড়া হয়েছে
আবার ভোর হবে
— নাজিরা পারভীন।
গভীর রজনী, নিঃশব্দ চরাচর।
দেয়াল ভাঙার কারিগর নেই।
ইদানীং মায়ের শুকোতে দেয়া
শাড়ি দরগার নিশান সাজে।
বোধের পাল্লাটা দিগম্বর ঘুণপোকা’র মামলেট।
ঘুমের দামে কেনা ভাবনাগুলো ভেঙে ভেঙে
সুখের ঘ্রাণ খোঁজে।
কবিতার আঁচলে মুখ ঢাকে আহত সূর্য।
জনারণ্যে নির্বাক ছায়া বিবর্ণ দেবতার
ঠোঁট ছুঁয়েছে বারুদ বসন্ত। চৌকিদারের
রক্তচক্ষু আর ভয়ানক তাণ্ডবের
ছাড়পত্রে নুয়ে পড়েছে অযুত কারিগর।
আমি কবিতা চাই না। জীবনের ধারাপাত
খুঁজে খুঁজে রোপণ করবো বাঁচার নিশ্বাস।
মেঘের আড়ালে হারিয়ে যাওয়া
বিশ্বাস কুড়িয়ে আবারও মালা গাঁথবো।
আবার ভোর হবে। বিবর্ণ উঠানে ঝলকে
উঠবে গণতান্ত্রিক বায়স্কোপ।
১ Comment
Congratulations.