১৪৮ বার পড়া হয়েছে
মা কি তবে জল
দিলারা হাফিজ
তুমি তো আমার দু’চোখের পিপাসায় ছিলে অনিঃশেষ জল,
কত কিছু সঙ্গে করে নিয়ে গেলে তুমি
আমার ভেতরে মাগো, কেন তুমি এত কান্না জমা রেখে গেলে ?
তুমি কি আমার জল ছিলে শুধু পুকুর ঘাটের,
ভরা বর্ষায়ও তুমি জেগে থাকা জল টলমল,
কখনো বা তীব্র স্রোতে টানা একতারা ঘূর্ণিজল,
নিজের সঙ্গেই কথা বলা ঢেউ;
হৃদয় গলানো নদী ছিলে, ফল্গুধারা বয়ে যাওয়া
জ্যোৎস্নায় আকাশমাখা জুঁইফুল রাত ছিলে তুমি
আমার বুকের মধ্যেখানে নামগোত্রহীন এক ভালোবাসা…
জলের অরণ্যে মাগো আজ তুমি দু’চোখের অশ্রুজল শুধু।
২৯/৯/২১
নেভী ওয়ার্ফ, স্প্যাডাইনা
টরন্টো, কানাডা
১ Comment
ভালো লেগেছে