১৬১ বার পড়া হয়েছে
চিচিং ফাঁক
আ-রে বিবেকানন্দ রাখ রাখ
তোর আবার কথার স্ববাক?
কুঞ্জবনে পুষ্পকাননে
ঘুরে ঘুরে পেলো কুড়ে
যারা আলাদীনের প্রেম চেরাগ
তাদের কিছু লাগে আর?
বল্লেই হলো
চিচিং ফাঁক
চিচিং ফাঁক
চিচিং ফাঁক!
আসা যাওয়া নিত্য কারবার
তাদের পাওয়া অধিকরণে অধিকার।
কেঁচু তুলতে তুলিস সাপ
মিথ্যে কেন মাটি খুঁড়াস?
অস্পৃষ্ট ছায়া
মনের ভিতর মন বর্ণহীন
জলরং ছবি আঁকে প্রতিদিন
ভাবনার করিডোরে দাঁড়ায় এসে
তবুও কে যেন অমলীন !
ভাব তরঙ্গের গান
মন যমুনায় ঢেউ তুলিয়া
সাম্পান মাঝি পাল উড়ায়া
পৌঁছিলো পরাণ সখীর তল্লাটে
এতদিনে হইলো আশা পূরণ
নোঙ্গর ফেলে ত্রিপুনীয়ার ঘাটে।