প্রিয় আমার
তুমি আমার এক পৃথিবী এক আকাশের তারা
আমার পৃথিবীর এক আকাশের উজ্জ্বল নক্ষত্র।
তুমি আমার সেই তুমি আমার
তোমায় পেয়ে বেঁধেছি ভালোবাসা শত জনমের।
হৃদয় তোমার নাম লিখেছি
অনেক ছোট জীবন।
আর ভালোবাসা সে তো অনেক বড়
ওপারে গিয়ে আমি তোমাকে চাইবো।
বিধাতার কাছে চাইবো তোমায় মরণের পরেও
বিধাতার কাছে সবটুকু চাওয়া থাকবে আমার।
তুমি আমার এক পৃথিবী এক আকাশের তারা
তোমার ভালবাসার জন্য অনন্ত কাঁদে হৃদয়।
শৈশবের ঝড় আজও আমার জীবনে।
বিধাতা তোমার জন্য আমাকে পাঠাইছে তোমার জন্য।
এই জনমের পরেও সাত জনমের জন্য আমার
আবার জন্ম হবে শুধু তোমার জন্য।
তোমার জন্য প্রতিনিয়ত নিদ্রা আসেনা
আমার পৃথিবীর এক আকাশের উজ্জ্বল নক্ষত্র।
হৃদয়ের ভিতরে তোমার জন্য পাহাড় সমান দরদ
তোমার জন্য বারবার শত জনম আসবো আমি পৃথিবীতে।
তুমি আমার সেই তুমি
তুমি আমার অনন্ত ভালোবাসা অনন্ত জীবন।
তুমি আমার জীবনের আলোর প্রদীপ
তোমার নামের পাশে আমার নাম লিখেছি শত জনমে।
আজও স্বপ্ন দেখি তোমাকে নিয়ে
তুমি যে আমার স্বপ্ন পুরুষ।
তুমি আমার এক পৃথিবী এক আকাশের তারা।
কি হলো
কি হলো তুমি শুনতে পাও
আমি দাঁড়িয়ে চাঁদনী আলোর রাতে।
তোমাকে নিয়ে হারাবো
আজ তুমি সাদা শার্ট আর আমি লাল।
তোমার চোখে চশমা আমার খোপাই ফুল।
চলো না আজ হারিয়ে যায় যমুনার ওই তীরে
গভীর জঙ্গলে শুধু তুমি আর আমি।
ওই হাতে হাত রাখবো
চোখে চোখে ভালবাসার কথা বলব।
আজ জোসনা ভরা রাতে তোমাকে পাশে চাই আমি শুধু তুমি আমি।
কি হলো তুমি দেখতে পাও
চলো না অনেক দূরে
কিছু হাসি তোমার আর কিছু ভালোবাসা আমার
তুমি আমাকে দিবে।
নিরবে নিভৃতে অতি গোপনে
তুমি ছিলে আমার অনেক অভিমানী প্রিয়।
তুমি আমার যুবরাজ ছিলে
তুমি আমার জোসনা ভরা রাতে সেই চাঁদ।
তুমি আমার প্রাণের স্পন্দন
তুমি আমার জীবনের আশা ছিলে।
তুমি আমার স্মৃতির বর পুত্র
কি হল তুমি শুনতে পাও।
তুমি আমার ভালোবাসার শিরোনাম
তুমি আমার পৃথিবী ছিলে।
তোমার ভালোবাসা আমার জীবনের প্রদীপ ছিলো
তুমি আমার সুখ দুঃখের সাথী ছিলে।
তুমি ছিলে আমার স্বপ্নের যুবরাজ
আমি দাঁড়িয়ে, চাঁদনী আলোর রাতে
দুই হাত বাড়িয়ে তোমার অপেক্ষায়
তুমি এসো আমার হাত দিয়ে ধরো
কি হল তুমি শুনতে পাও।
প্রিয় তোমার
জন্মান্তর সত্যি
ভালোবাসা সত্যি
মৃত্যু চিরন্তন সত্যি।
আরো সত্যি তোমার আমার দেখা হয়েছিল
বিধাতার ইচ্ছে।
আজ হয়তো আমরা অনেক দূরে
তবে তোমার আমার দেখা হবে ওই পারে।
প্রিয় প্রিয় প্রিয়
জীবন থেকে নিজেকে ফাঁকি দেওয়া যায় না
জীবনকে কখনো মিথ্যে বলা যায় না।
মনটা থাকে তোমার বসবাসে
জন্মান্তর যদি সত্যি হয়।
ভালোবেসেছি চিরন্তন সত্যি
মন থাকে তোমার হৃদপিন্ডের আঙিনায়।
তোমার ভাবনায় মরে থাকি
আমার ভালোবাসা এভাবে ভুলে গেলে।
আর কত কাঁদাবে
আর কত দূরে থাকা।
নিয়তি নির্মম কারণে আজ আমরা দুজনই দূরে
আর কত দূরে আর কতদিন।
কেমন করে একা থাকো ভুলে
সত্যিই কি ভুলে থাকা যায়।
ভালোবাসা পিপাসাতেই হারিয়ে যায়
নাইবা হোক দেখা।
নাইবা হোক কথা
তবে যত পারো আরো কাদাও আমাকে।
সারি সারি জমা বুকে অনেক ব্যাথা
আজ আলো থেকে অনেক দূরে আমি।
ভালোবাসা সত্যি
আজ যে বুকের পাঁজর ভেঙ্গে গেছে
শুধু তোমার টানে
সর্ব সময় জপে তোমার নাম।
হৃদয়ে আজ অনেক তালা
হাত বাড়িয়ে আমি দাঁড়িয়ে।
গত জন্মে তোমার ভালবাসার অভাবে
আমার বিষক্রিয়ায় মৃত্যু হয়েছিল।
আর তুমি ছিলে
গত জন্মে ফাঁসি আসামি
জন্মান্তর শক্তি।
___________________
কবি ও লেখক পরিচিতি
নাম: জান্নাতুল ফেরদৌস জান্নাত,
পিতার নাম: মোঃ গিয়াসউদ্দিন
মাতা: মোছা:মেহেরুন্নেসা
জন্ম : ০৭.১০.১৯৮৯
প্রগতিশীল একজন কবি, ছড়াকার, লেখক হিসেবে ইতিমধ্যে বেশ খ্যাতি অর্জন করেছেন।
বিশেষ করে বিরহ বেদনার অসাধারণ কবিতা রচয়িতা।
সাবলীল বর্ণনায় অনবদ্য সৃষ্টিশীলতার এক নান্দনিক কারিগর। তাঁর লেখাগুলো হৃদয় স্পর্শী। দারুন সাহিত্যরসে পাঠক নন্দিত।
ময়মনসিংহের কালীবাড়ি শহরে জন্মগ্রহণ করেন তিনি।
বাবা সরকারি চাকরিজীবী ছিলেন এবং মা গৃহিণী ছিলেন।
বর্তমানে তিনি মানবাধিকার কর্মী। সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত কবি রুচিশীল সংস্কৃতমনা মানুষ।
জীবনসঙ্গী হামিদুল হক কলেজে শিক্ষকতা করতেন।
তাঁর লেখা আরো উৎকর্ষময় ও সমৃদ্ধ হোক সেই কামনা করি।