সম্পর্কে সহবাস ক্লেদাক্ত সময়ে
–খাতুনে জান্নাত
ব্যথাদায়ক শব্দ ভেঙে তৈরি হোক মায়া তারপর ছড়িয়ে যাক
আকাশগঙ্গায় চোখের নদী বেয়ে ফসলের হাসি জোড়া হোক
ছিঁড়ে যাওয়া সম্পর্কের গুন ভেঙে যাওয়া পাতিহাঁস প্রহর জোড়া
দিতে দিতে তালি বাড়ে সম্পর্ক থেকে টুটে যায় নূপুর ভাঙা
নূপুরের ক্রন্দন এধারে ওধারে চকমকে পোশাক পরে কারা হেঁটে যায়!
তুই কী শুনতে পাস প্রথম নগর লিরিক তুই কী পড়তে পারিস
ভাঙা বাক্সের গান! অবহেলিত পথের কুকুর ভয় পেয়ে দৌড়ে পিষ্ট হয়
পৌরাণিক দানবের ঘায়ে চারপাশে দম্ভ ভরে যারা পা ফেলে পায়ের
তলায় পড়ে থাকে নরম মানুষ…
তুই হাসির ইমুজি দিয়ে দিয়ে প্রাণ কেড়ে নিস!
তুই কী এখনো প্রেম মানে পত্রমিতালী বুঝিস?
গতিহীন নারীরা আঁকড়ে ধরে পুরুষ বিগলিত হতে হতে পাত্রস্থ হয়
বাজতে বাজতে নুড়ির মতো বাজতে বাজতে শিশুর হাতের ঝুমঝুমি
ফুলন ফুলন দোলন একটি দোলন তেলন তেলন জাম’…
বৈঠক খানার কথা বেজে বেজে শব্দ বড় হয় প্রতিবাদের কণ্ঠ
১ Comment
সুন্দর ও সত্য প্রকাশে অবিচ্ছেদ্য অংশ কবিতাখানি