দুঃখ এলে
শিমুল পারভীন
দুঃখ এলে আমিও খুব বসতে দেই কাছে।
অভিমান বা রাগ করি না।
বলি- থাক যে কদিন ইচ্ছে। যখন ইচ্ছে যাস।
কোথা থেকে আসে, কারা যে পাঠায় রোজ রোজ? গোপন রাখে সব।
আচ্ছা থাক না হয় ওর গন্তব্য অজানাই।
কি এসে যায় থাকলো না হয় নোনা জলের স্বাদ নিয়ে বদ্ধ ঘরের খাটে।
আলাদা করে ওর জন্য আজকাল আর পাতিনাতো আসন,
ওর জন্য নেইও কোন বাড়তি আয়োজন।
জানি তো ও নিত্য আসবে।
নিত্যই যাতায়াত।
চিনে গেছে যে সব পথঘাট ঠিক ঠাক।
অনেক জায়গা ঘুরে ঘুরে অনেকের সুখ কেড়ে নিয়ে ক্লান্ত হয়ে ও আসে।
পুরোনো দুঃখ যেন নতুন রূপে।
আসুক, আসুক না হয়
ঝড় হয়ে মাঝে মাঝে করুক তছনছ।
আমি ওর ভাঙাচোরা কাঁচ কুড়িয়ে বানাবো সুখের সাঁকো।
এসব শুনে মুচকে হাসে দুঃখ নিত্য দিন।
মুখে যেন ওর তৃপ্তির কারুকাজ।
কিছু তো হবেনারে আর আগের মতো ঠিক।
তবু আমি দুঃখ তোকে বরণ করবো রোজ।
মনের মতো যত্ন নেব।
বলবোনা রে ব্যথার সাথে সুর মেলতে আর।
দুঃখ তুই এমনই আসিস বারোমাস।
বুকের মধ্যে লুকিয়ে তোকে নেব না হয় আমিও দীর্ঘশ্বাস।
জানিনা তোর মিটবে কিনা একটুখানি আশ!
তবুও তুই এমনই আসিস বারোমাস।