‘বিমূর্ত দহন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান:
গত ১৪ নভেম্বর ২০২২ সন্ধ্যা ৬টায় ‘প্যান ডি এশিয়া রেস্টুরেন্ট’, উত্তরা, ঢাকায় অনুষ্ঠিত হলো কবি ও ঔপন্যাসিক জেবুন্নেছা’র উপন্যাস ‘বিমূর্ত দহন’-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠান।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কবি ও সংগঠক মাহমুদুল হাসান নিজামী। বিশেষ অতিথি ছিলেন মোঃ মনজুর হোসেন ঈসা (সভাপতি, জাতীয় মানবাধিকার সমিতি), সভাপতিত্ব করেন কবি ও সংগঠক এ টি এম ফারুক আহমেদ।
কবিতা পাঠ করেন কবি আনোয়ার কে মোর্শেদ, কবি এস এ কে রেজাউল করিম, কবি মোহাম্মদ ওবায়দুল্লাহ, অধ্যাপক এ কে মিলন, কবি এম এ মান্নান মান্না, শিল্পী কামরুন্নাহার শাপলা, কবি সোহেল রানা, শিল্পী ইসমোতারা মনি, কবি আর আই সিয়াম, কবি মুজতাহিদুর রহমান, কবি ও গীতিকার এস এম শহীদুল্লাহ, কবি মামুনুর রশিদ মামুন, প্রকাশক জেসমিন আক্তার (সোহাগ) প্রমুখ।
পরিকল্পনা ও পরিচালনায়: বাস্তববাদী কবি আবুল খায়ের (সম্পাদক ও প্রকাশক, কালের প্রতিবিম্ব)
সার্বিক সহযোগিতা ও সঞ্চালনায়: কবি ও গীতিকার হারুনুর রশীদ। তার সাবলীল উপস্থাপনায় এবং বহু কবি, সাহিত্যিকের উপস্থিতি সাহিত্য আলোচনা, কবিতা আবৃত্তি ও গানে গানে মুখরিত হয়ে ওঠে অনুষ্ঠানটি। সেই সাথে উদরপূর্তি ভোজন বাড়তি প্রণোদনা জোগায় সবার মনে।
সবাই বইটির সাফল্য কামনা করেন এবং কবি ও লেখক জেবুন্নেছা’র মানবিক কাজের ভূয়সী প্রশংসা করেন, যা অন্যদের জন্য অনুকরণীয় বলে অনেকেই মতামত ব্যক্ত করেন।
বইটি এখন থেকে প্রতিবিম্ব প্রকাশ (অফিস: বাড়ি:০১, সড়ক:১৪/বি, সেক্টর:০৪, উত্তরা, ঢাকা-১২৩০), অথবা রকমারি-তে এবং আগামী বই মেলা ২০২৩ পাওয়া যাবে। যোগাযোগ: ০১৭১৫৩৬৩০৭৯