১৮৮ বার পড়া হয়েছে
কবি ও ঔপনাস্যিক সিরাজুন নাহার সাথী আর আমাদের মাঝে নেই।
অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি, কবি ও ঔপনাস্যিক সিরাজুন নাহার সাথী আর আমাদের মাঝে নেই। আমরা তাঁর মৃত্যুতে শোকাহত। আমরা তাঁর রূহের মাগফিরাত কামনা করছি।
অভিযাত্রিক, রংপুর সাহিত্য ও সাংকৃতিক পরিষদ, রঙ্গপুর সাহিত্য পরিষদ’সহ বহু সংগঠনের সাথে এক সাথে সাহিত্য আড্ডা করার সুযোগ হয়েছিল। সর্বশেষ গত কয়েক মাস আগে কবিতা মঞ্চের অনুষ্ঠানে (আন্তর্জাতিক মাতৃভাষা ইনষ্টিটিউট, ঢাকায়) দেখা হয়েছিল এবং সামান্য সময় কথা হয়েছিল।
দোয়া করি, আল্লাহ তাঁকে বেহেশত নসীব করুক- আমিন।