১৯৭৩ সালের ১৮ অক্টোবর এমনি একটি দিনে জন্মগ্রহণ করেন কবি ঝুমঝুম ব্যানার্জী।
`প্রতিবিম্ব প্রকাশ’ পরিবার ও কালের প্রতিবিম্ব (ম্যাগাজিন) এর পক্ষ থেকে নিরন্তর শুভেচ্ছা প্রিয় কবি ও বাচিকশিল্পীকে।
এক নজরে কবি পরিচিতি:
জন্ম:
কবি ও আবৃত্তিশিল্পী ঝুমঝুম ব্যানার্জী ১৯৭৩ সালের ১৮ অক্টোবর জন্মগ্রহণ করেন । কবি হিসাবে অগ্নিশিখা নামেই তাঁর পরিচিতি।
শিক্ষাজীবন:
কলকাতা থেকে সাইকোলজি নিয়ে স্নাতক পাস করেন। তাছাড়াও কমার্শিয়াল আর্ট বিড়লা একাডেমি থেকে ৫ বছরের ডিপ্লোমা অর্জন করেন। উল্লেখ্য, কবির পিতৃভূমি বাংলাদেশ-এর পাবনা এবং মাতৃভূমি কলকাতা।
সাহিত্য চর্চা ও পেশাগত জীবন:
অগ্নিশিখা নামেই প্রকাশিত হয়েছে ২০২২ এ তাঁর প্রথম কবিতার বই। কালীপুজোর দিন জন্ম বলে ঠাকুমা নাম রেখেছিলেন দীপান্বিতা, এই নামেই তাঁর দ্বিতীয় বই “দীপান্বিতা “প্রকাশ পাচ্ছে।
কবিতা লেখার সাথে সাথে আবৃত্তি নিয়েও চর্চা করেন তিনি। পশ্চিমবঙ্গ, বাংলাদেশ এবং পৃথিবীর বিভিন্ন প্রান্তের কবির কবিতায় তাঁর কণ্ঠ পরিচিতি পেয়েছে। কলকাতার একাধিক সরকারি অনুষ্ঠানে তিনি আবৃত্তিশিল্পী হিসাবে অংশগ্রহণ করেন।
তাঁর লেখা কবিতা অতি সহজ ও দৈনন্দিন ভাষায় এবং নির্দিষ্ট পরিমাপের মধ্যে থেকেও মানুষকে সদার্থক বার্তা দিয়ে থাকেন। জনগণের কাছে কবিতা পৌঁছে দেবার জন্য তাঁর ইউটুব চ্যানেল (অগ্নিশিখা ঝুমঝুম) তৈরী করা হয়। যা বেশ জনপ্রিয় হচ্ছে দিন দিন।
কবির বিশ্বাস- মনের প্রবল ইচ্ছা ও সততা থাকলে সাফল্য ঠিক আসবে একদিন তাঁর কাছে। তাঁর প্রথম বই “অগ্নিশিখা”র মতোই দ্বিতীয় বই “দীপান্বিতা” পাঠকের মন স্পর্শ করতে পারবে বলে আমরা বিশ্বাস করি। তাঁর কবিতা মানুষের অন্তরের সুপ্ত আগুনকে জাগিয়ে তুলবে, তাকে শক্তি দেবে, অনুপ্রাণিত করবে। প্রত্যেক মানুষের জীবনে অগ্নিশিখা একটি অংশ হয়ে থাকবে ও দীপান্বিতা হয় জ্বলবে, কারণ অগ্নি আদি, অগ্নির অন্ত নেই।
তাঁর কিছু কবিতা নিচে দেয়া হলো:
ঈশ্বর এর দেওয়া শ্রেষ্ঠ উপহার – বন্ধু…
মৃত্যু এলে বলবো ডেকে
অপেক্ষা কর একটুখানি
আমার শোকে বন্ধুরা যে
কাঁদবে ভীষণ, আমি জানি
বন্ধু হলো মরুভূমির
মরুদ্যানে দমকা হাওয়া
সাগর তটে রঙ্গিন ঝিনুক
মুঠো ভরে কুড়িয়ে পাওয়া
বন্ধু মানে নীরবতায়
অনেক কথাই যায় যে বলা
বিপদ এলেও পাশে থেকে
হাসিমুখে সাথে চলা
বন্ধু মানে ভাসিয়ে দেওয়া
জীবনতরী চোখেরজলে
বন্ধু হলো কল্পনাতে
জলপরিটা সাগরতলে
বন্ধু মানে বুঝিস কি তুই?
তোর কি এমন বন্ধু আছে?
না থাকে তো থেকে যা তুই
বন্ধু হয়ে আমার কাছে….
অপেক্ষা…
আজকের এই অপেক্ষা টা তোমার জন্য
তোমার জন্য হয়তো বা এই রাত্রি জাগা
অপেক্ষাতে মিশে আছে স্বপ্ন অনেক
মনের কোনে লুকিয়ে থাকা ভালোলাগা
হয়তো কত জ্যোৎস্নারাতে চাঁদের বুকে
আপনমনেই ভেসেছিলাম নৌকা বেয়ে
তোমায় ভেবে দুই এক লাইন পদ্য লিখে
উদাস চোখে চাঁদের পানেই ছিলাম চেয়ে
আজকে যেন অপেক্ষাটা অন্যরকম
আকাশভরা তারায় দেখি তোমার ছায়া
একি শুধুই মরুভূমির মরীচিকা ?
কুয়াসাতে, আবছায়াতে সবই মায়া…
হোকনা মায়া তবুও জানি তুমি আছো
স্বপ্নে আছো, আছো আমার জাগরণে
তাইতো আমি অপেক্ষাতে রয়েছি বসে
তোমার জন্য অপেক্ষা আজ মনেমনে…
অগ্নিশিখা (ঝুমঝুম ব্যানার্জী )
১ Comment
তোমার জন্য অপেক্ষা আজ মনেমনে
চমৎকার লিখেছেন
শুভকামনা রইলো