জয় হোক
–ইউসুফ আউলিয়া
জয় হোক তবে ভালবাসার কঠিন মানব মনে,
যাদের বুকে ধারন করা পাষাণ হৃদয় পণে।
মানবতা ধুঁকে মরে শুষ্ক কাঠের মতন,
সেখানে ভাই ছড়িয়ে যাক ভালবাসার যতন।
একটু খানি আদর মাখা ছোঁয়ার পরশ আনো,
ভালবাসায় জয় হয় সবি এই কথাটি মানো
কেউ বা আছে বিত্তশালী ভাই কেউ বা অনেক মরা,
একটু দয়ায় কেটে যাবে হাজার রকম খরা।
যদি থাকে তোমার ভিতর কষ্টের বড় পাহাড়,
কিংবা থাকে বুকে তোমার নষ্টে ভরা পাথার –
সবি হবে পরিশুদ্ধ ভাই পেয়ে প্রেমের ছোঁয়া,
লক্ষ বুকে সহস্র কষ্ট হয়ে যাবে ধোয়া।
মরা গাছে ফুটিবে ফুল যদি পায় গো বৃষ্টি,
বিধির কাছে সবি সমান তারি সকল সৃষ্টি।
অথচ দেখো মানব কুলে কতো যে আজ পাষাণ,
মানুষ মারে মানুষকে আজ দিয়ে অস্ত্র কামান।
সব ভেদাভেদ ভুলে গিয়ে ভালবাসা দেখাও,
আজকে যারা অবুঝ শিশু মানুষ হতে শেখাও।