১৬৬ বার পড়া হয়েছে
পিতাপৃথিবী
আসাদ কাজল
আমার একটা পৃথিবী ছিল
সেই পৃথিবীতে-লক্ষ কোটি দরোজা ছিল
লক্ষ কোটি জানালা ছিল
সেই দরোজা দিয়ে
সেই জানালা দিয়ে-নিঃশ্বাস নিতাম আমি
বাবা যখন চলে গেল
সেই পৃথিবীর-লক্ষ কোটি দরোজাগুলো
লক্ষ কোটি জানালাগুলো- বন্ধ হয়ে গেল
আমার নিঃশ্বাস যেনো বন্ধ হতে লাগলো
আমার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল
বাবা তুমি এসে- সেই পৃথিবীর লক্ষ কোটি দরোজা
লক্ষ কোটি জানালা খুলে দিয়ে যাও
আমার দম যেনো বন্ধ হয়ে আসছে
আমি আর নিঃশ্বাস নিতে পারছি না
আমি নিঃশ্বাস নিতে চাই।