১২২ বার পড়া হয়েছে
রংতুলি
–আরজু আরা
অগোছাল ভাবনাগুলো রংতুলির এলোমেলো আঁকিঝুকি
তারই মাঝে নথ পড়া একটি নাক ডাগড় আঁখি,ভারি বর্ষণ !
আঁকিঝুকি সেতো নয় কিছু তাঁরকাটা বেড়াজালে আটকে
আঁচলখানি নিরুত্তাপ বেদনা, দিচ্ছে জলান্জলি ভাবনাগুলো
আর তো কিছু নয় আমারই মতন আটকে পড়া হয়ত কিশোরী,
নয় তো যুবতী হয়ত প্রৌঢ় হওয়া জীবন নির্বিশেষে যাতনা
বাগান বিলাস প্রতিনিয়ত হবে এরকমই জীবন সঙ্গী ?
১ Comment
অনেক চমৎকার একটি কবিতা