২৮৩ বার পড়া হয়েছে
যবনিকা
আরজু আরা
কেউ যখন কষ্ট দেয়
নীরবে নির্জনে অশ্রু বিলায়।
তাই তো একাকী আকাশ
সারারাত কাটায় নিভৃত্ব হৃদয় নিয়ে
নির্জলা উপবাস !
এক দ্বার থেকে আরেক দ্বারে
নির্বিকার হয়ে তনয়না,
ফিরে যায় কোন এক নির্জন নিপুবনে
মেনে নিতে বাধ্য হয় একান্ত বনবাস !
প্রেমেরই এমনি ধারা
বর্ষার মুষলকেও দেয় না ধরা।
এর চেয়ে হংসমিথুন হয়ে জন্ম নেওয়াটা ঢের ভালো
আকাশের দূর-দূরান্তে খুঁজে নেওয়া যায় অন্য স্বাদের আবিষ্ট।
তবুও তো ভাগ্যন্বেষীকে দিতে হয় না কোন দোষ
বা কৈফিরত।
এ শুধু অবিচল
ধাবমান, কোন এক রূপান্তরির
অগ্নি জ্বালাময়রে যবনিকার পরীক্ষণের দৃশ্যমান।