১২৮ বার পড়া হয়েছে
বিশ্ব চলে বাণিজ্যে
— অভ্র ওয়াসিম
বিশ্ব চলে বাণিজ্যে মূল্যবোধে নই
শাসক বোঝ অর্থ কড়ি আর কিছুতে নই।
যখন চাই বিলাসী মন সত্য মিথ্যা বালাই নাই।
স্রষ্টার ধারণা দুর্বলের ধন শাসকের তা ভাবতে নাই।
ভাগ্য বদল শাসকের কর্ম বিশ্বাসে পাও ধন দৌলত।
ঝড়ের আভাস দেখলে শাসক পুড়িয়ে কাবাব ভিন্ন মত।
মিথ্যা বলা উন্নয়ন বেশ শাসক বলে সত্য ভাষণ।
বুঝতে হবে মানুষ সকল শাসক মনে দরদ ভীষণ।
জনমত চাও অনর্থক সব কথা বলেতে সময় নাই।
শাসক বোঝে মনের কথা মানতে হবে শান্তি চাই।
বিশ্ব চলে বাণিজ্যে মূল্যবোধে নই।
শাসক বোঝে অর্থ কড়ি আর কিছুতে নই।